খুলনা-মংলা মহাসড়কের থ্রী হুইলার মুক্ত মহাসড়ক ঘোষণা

Passenger Voice    |    ০১:৩৭ পিএম, ২০২১-১০-০১


খুলনা-মংলা মহাসড়কের থ্রী হুইলার মুক্ত মহাসড়ক ঘোষণা

খুলনা-মংলা মহাসড়কের কাটাখালী বাসষ্টান্ডে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে মহাসড়কে থ্রী হুইলার মুক্ত মিশনে নেমেছে হাইওয়ে পুলিশ।চলমান এ নির্দেশনায় কঠোর অভিযানের মধ্যে চলতি মাসে কাটাখালী হাইওয়ে পুলিশ ১৭৫টি থ্রী হুইলারের বিরুদ্ধে মামলা দিয়ে জরিমানা আদায় করেছে ৪লক্ষ ৩৭ হাজার ৫শত টাকা।

সূত্রে জানা যায়,খুলনা-মোংলা, বাগেরহাট মহাসড়কে কাটাখালী হাইওয়ে থানা কর্তৃপক্ষ গত ২২ সেপ্টেম্বর ২০২১ থেকে মহাসড়কে থ্রী হুইলার চলাচল বন্ধের মিশনে কঠোর বিধি নিষেধ আরোপ করেন।এই কঠোর নিষেধাজ্ঞা মহাসড়কে কোন প্রকার নছিমন, করিমন,অটোরিক্সা, ইজিবাইকসহ সকল প্রকার থ্রী হুইলার মহাসড়কে উঠলেই হাইওয়ে থানা পুলিশ তাৎক্ষনিক ডিজিটাল মামলা দায়ের করতে দেখা যায়।

আরো পড়ুন: করোনায় ও থেমে নেয় বার আউলিয়া হাইওয়ে পুলিশের চাঁদাবাজি

মামলা প্রাপ্ত এক থ্রী হুইলার চালক জানান,আমরা জীবিকা নির্বাহের তাগিদে বিধি নিষেধ উপেক্ষা করে কাটাখালী বাস ষ্টান্ডে এসেছিলাম।হাইওয়ে থানাপুলিশ আমাকেসহ অনেক থ্রী হুইলারের বিরুদ্ধে ডিজিটাল মামলা দায়ের করেন।উক্ত মামলা থেকে অবমুক্তির জন্য ইউক্যাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে গাড়ী প্রতি ২৫শত ৮০টাকা জরিমানা পরিশোধ করতে হচ্ছে। যা আমাদের পক্ষে অসহনীয় হয়ে পড়েছে।

কাটাখালী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আলী হোসেন (পিপিএম) জানান, মহাসড়কে থ্রী হুইলার চলাচল বন্ধ করার জন্য আমরা সরাষ্ট্র মন্ত্রী,আইজিপি, অতিরিক্ত আইজিপি, হাইওয়ে পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ, হাইওয়ে মাদারীপুর রিজিয়ন ফরিদপুর এর নির্দেশনা পালন করছি।

এ ব্যাপারে হাইওয়ে পুলিশ সার্বক্ষনিক মহাসড়কে মাইকিং,লিফলেট ও সেমিনারের মাধ্যমে প্রচারণা অব্যহত আছে। এক্ষেত্রে মানবিকতার কোন সুযোগ নাই।চলতি মাসে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ইতোমধ্যে ১৭৫ টি থ্রী হইলার এর বিরুদ্ধে ৪লক্ষ ৩৭ হাজার ৫শত টাকার মামলা দিয়েছি।এরপর থেকে মহাসড়ক গুলোতে প্রায় থ্রী হইলার মুক্ত মহাসড়কে পরিণত হয়েছে।আমরা স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও চালকদের প্রতি এ মিশনের সার্বিক সহযোগিতা কামনা করছি।আমাদের উদ্দেশ্য হলো “ দুর্ঘটনা মুক্ত মহাসড়ক”।